নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি। এরই মধ্যে নতুন আইন নিয়েও সরাসরি মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় রাজ্যপাল জগদীপ ধনখড়। এ দিন দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, বাংলায় নতুন আইন কার্যকর করতে দেবে না রাজ্য সরকার। ফলে, এরাজ্যের কোনও বাসিন্দার বিতাড়িত হওয়ার আশঙ্কা নেই। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বাংলায় এনআরসি-ও চালু করতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী বলেন, 'এরা গায়ের জোরে নাগরিকত্ব আইন, এনআরসি করতে চাইছে। কিন্তু এর কোনওটাই হবে না। পশ্চিমবঙ্গে আমাদের সরকার এই আইন বা এনআরসি কার্যকর করবে না। প্রথম দিন যে কথা বলেছি, আজও সেকথা বলছি।' গণতান্ত্রিক কায়দায় নতুন আইনের প্রতিবাদের ডাক দেন মুখ্যমন্ত্রী।
এর পাল্টা রাজ্যপাল জগদীপ ধনখড় দাবি করেন, নাগরিকত্ব বিল এখন আইনে পরিণতি হয়েছে। ফলে তা মানতে সবাই বাধ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে খোঁচা দিয়ে তিনি বলেন, 'সাংবিধানিক পদে থেকে কেউ দেশের আইনকে অস্বীকার করতে পারেন না। মুখ্যমন্ত্রীও যখন শপথ নিয়েছিলেন, দেশের আইনকে তিনি মর্যাদা দেবেন। আমিও দেশের সংবিধানকে রক্ষা করার শপথ নিয়েছি। আইনের শাসন না মানলে দেশেরব গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়বে। কারও আপত্তি থাকলে সুপ্রিম কোর্টে যান। আদালত যা রায় দেবে, দেখা যাবে।'