নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রীর ঘট বিসর্জন, দেখুন ভিডিও

চন্দননগরের মত কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোও বিখ্যাত। এখানেও দুর্গাপুজোর মত ৪দিন ধরে হয় মা জগদ্ধাত্রীর আরাধনা। পুজোকে ঘিরে উন্মাদনায় মেতে থাকে গোটা শহর। তবে বৃহস্পতিবার সকলেরই মন যেন কিছুটা ভারাক্তান্ত। এদিন মায়ের নিরঞ্জন। প্রথমে দর্পণ বিসর্জন। , তারপর মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজ পরিবারের রানিমা করলেন দেবী বরণ। এভাবেই শুরু হল কৃষ্ণনগরে জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন পর্ব। রাজ পরিবারের বিসর্জন পর্ব শেষ হওয়ার পর শুরু হয় বাড়ির ঠাকুর ও বারোয়ারি পুজোর ঘট বিসর্জন। মেহগনি কাঠের পাল্কিতে করে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় ঘটকে। যাকে বলা হয় 'ছোট মা'। এই বিসর্জন দেখতে প্রতুর মানুষ ভিড় জমান শহরের মোড়ে মোড়ে। কৃষ্ণনগর শহরে আড়াইশো বছর ধরে চলে আসছে এই প্রথা।
 

চন্দননগরের মত কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোও বিখ্যাত। এখানেও দুর্গাপুজোর মত ৪দিন ধরে হয় মা জগদ্ধাত্রীর আরাধনা। পুজোকে ঘিরে উন্মাদনায় মেতে থাকে গোটা শহর। তবে বৃহস্পতিবার সকলেরই মন যেন কিছুটা ভারাক্তান্ত। এদিন মায়ের নিরঞ্জন। প্রথমে দর্পণ বিসর্জন। , তারপর মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজ পরিবারের রানিমা করলেন দেবী বরণ। এভাবেই শুরু হল কৃষ্ণনগরে জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন পর্ব। রাজ পরিবারের বিসর্জন পর্ব শেষ হওয়ার পর শুরু হয় বাড়ির ঠাকুর ও বারোয়ারি পুজোর ঘট বিসর্জন। মেহগনি কাঠের পাল্কিতে করে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় ঘটকে। যাকে বলা হয় 'ছোট মা'। এই বিসর্জন দেখতে প্রতুর মানুষ ভিড় জমান শহরের মোড়ে মোড়ে। কৃষ্ণনগর শহরে আড়াইশো বছর ধরে চলে আসছে এই প্রথা।
 

01:46Krishnanagar : নাবালিকার সঙ্গে ওইসব! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা, দেখুন02:44পশ্চিমবঙ্গে জঙ্গিযোগ নিয়ে মমতাকে চরম তুলোধোনা অগ্নিমিত্রার! দেখুন কী বললেন04:46Suvendu Adhikari: 'কত বড় জিহাদি! রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও' হুঙ্কার শুভেন্দুর02:27পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য বীরভূমে04:05Murshidabad : আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন তৃণমূল বুথ কর্মী, দেখুন ভিডিও02:10South 24 Parganas News: প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি03:52Suvendu Adhikari : 'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর10:23'উল্টো ঝুলিয়ে সোজা করব' এগরার জনসভায় এসে কাকে বললেন শুভেন্দু অধিকারী?05:23Canning : ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি05:39‘বাংলাদেশকে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন দিলীপ