ফের গেরুয়া শিবিরে ভাঙন, তৃণমূলের পথে এবার জয় বন্দ্যোপাধ্যায়

ফের গেরুয়া শিবিরে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলের পথে এবার জয় বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ওবিসি সেলের সহ সম্পাদকের সঙ্গে দেখা করেন তিনি। নভেম্বর মাসে নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়ে দল ছাড়েন তিনি। 

বিজেপি ছাড়ার যেন হিড়িক লেগেছে। ফের গেরুয়া শিবিরে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলের পথে এবার জয় বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ওবিসি সেলের সহ সম্পাদকের সঙ্গে দেখা করেন তিনি। নভেম্বর মাসে নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়ে দল ছাড়েন তিনি। বিজেপি ছেড়ে বিজেপিকে বিঁধতে ছাড়েননি তিনি। গোয়া নির্বাচনের পরেই তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। গত বছরের ৬ নভেম্বর বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। এরপরেই তাই শাসকদলে যোগ দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ছয় বছর দিক ভ্রষ্ট থাকার পর তৃণমূলের পথে জয় বন্দ্যোপাধ্যায়। শনিবার সল্টলেকে তৃণমূলের ওবিসি সেলের সহ সম্পাদক রাজু ঘোষের সঙ্গে দেখা করেন তিনি। তিনি জানান নভেম্বর মাসে নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়ে দল ছাড়েন তিনি। এরপর তৃণমূলে অ্যাপ্লিকেশন দেন। সেই অ্যাপ্লিকেশন তৃণমূল থেকে গ্রহন করা হয়েছে। গোয়া নির্বাচন কাটলে ১৪ তারিখ এর পর তাঁকে যোগদানের দিন জানানো হবে। সেই বিষয়ে শনিবার তিনি আলোচনা করতে যান। এছাড়াও বিজেপি ছাড়া প্রসঙ্গে তিনি জানান তার অসুস্থতার সময় কোনও নেতা কর্মীরা যোগাযোগ করেনি, সেই ক্ষোভ আছে। বিজেপির হারের পিছনে কেন্দ্রীয় এবং রাজ্যের নেতাদের দোষারোপ করেন তিনি।
 

05:29‘তৃনমূলের হাতেই তৃনমূল খুন হচ্ছে’ শমীক ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্য!05:21Malda : 'বাবলা শেষ, আর নন্দু হাফ শেষ' মালদায় দুলাল সরকার খুনে বড় মাথা কে? দেখুন02:12Samik Bhattacharya News: ‘মমতা বারংবার বিএসএফ-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ শমীকের03:32মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য কোন্নগরে06:42Kultali Tiger Update : টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য03:29টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য বারুইপুরে04:44Mid Day Meal : বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে03:39নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য বারাসাতে!10:01Santipur : সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে01:48টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার কানিং-এ