ফের গেরুয়া শিবিরে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলের পথে এবার জয় বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ওবিসি সেলের সহ সম্পাদকের সঙ্গে দেখা করেন তিনি। নভেম্বর মাসে নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়ে দল ছাড়েন তিনি।
বিজেপি ছাড়ার যেন হিড়িক লেগেছে। ফের গেরুয়া শিবিরে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলের পথে এবার জয় বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ওবিসি সেলের সহ সম্পাদকের সঙ্গে দেখা করেন তিনি। নভেম্বর মাসে নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়ে দল ছাড়েন তিনি। বিজেপি ছেড়ে বিজেপিকে বিঁধতে ছাড়েননি তিনি। গোয়া নির্বাচনের পরেই তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। গত বছরের ৬ নভেম্বর বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। এরপরেই তাই শাসকদলে যোগ দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ছয় বছর দিক ভ্রষ্ট থাকার পর তৃণমূলের পথে জয় বন্দ্যোপাধ্যায়। শনিবার সল্টলেকে তৃণমূলের ওবিসি সেলের সহ সম্পাদক রাজু ঘোষের সঙ্গে দেখা করেন তিনি। তিনি জানান নভেম্বর মাসে নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়ে দল ছাড়েন তিনি। এরপর তৃণমূলে অ্যাপ্লিকেশন দেন। সেই অ্যাপ্লিকেশন তৃণমূল থেকে গ্রহন করা হয়েছে। গোয়া নির্বাচন কাটলে ১৪ তারিখ এর পর তাঁকে যোগদানের দিন জানানো হবে। সেই বিষয়ে শনিবার তিনি আলোচনা করতে যান। এছাড়াও বিজেপি ছাড়া প্রসঙ্গে তিনি জানান তার অসুস্থতার সময় কোনও নেতা কর্মীরা যোগাযোগ করেনি, সেই ক্ষোভ আছে। বিজেপির হারের পিছনে কেন্দ্রীয় এবং রাজ্যের নেতাদের দোষারোপ করেন তিনি।