রাজ্যের চার কেন্দ্রে ভোট গণনা (Vote counting)। গোসাবা, খড়দহ, শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্রের ফল ঘোষণা হতে চলেছে মঙ্গলবার। খড়দহ (Khardah) বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের ভোট গণনা। খড়দহ কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী জয় সাহা। সেখানে তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে চলছে ভোট গণনা। নিজের জয় নিয়ে আশাবাদী জয় সাহা। 'খড়দহে বিজেপির জয় নিশ্চিত', বললেন জয় সাহা (Joy Saha)। ভোট গণনার দিন সকাল থেকেই গণনা কেন্দ্রের বাইরে দেখতে পাওয়া যায় জয় সাহাকে। ভোটের আগে নিজেকে ঘরের ছেলে বলেই প্রচার চালিয়েছিলেন জয় সাহা। তবে উপনির্বাচনের আগে বিতর্কে নাম জড়ায় তাঁর। বিধানসভা নির্বাচনে খড়দহ থেকে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা। সেকান থেকে জয়ীও হন, তবে করোনা আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হওয়ার কারণেই আবার নির্বাচন খড়দহে। জয় সাহার এই কাজল সিনহার বাড়িতে যাওয়া নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। জয় সাহা অবশ্য় তার জবাব দিতে ছাড়েননি। মঙ্গলবার উপ নির্বাচনের ফল ঘোষণার দিন নিজের জয় নিয়ে তিনি যে আশাবাদী সেই কথা জানান।
রাজ্যের চার কেন্দ্রে ভোট গণনা (Vote counting)। গোসাবা, খড়দহ, শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্রের ফল ঘোষণা হতে চলেছে মঙ্গলবার। খড়দহ (Khardah) বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের ভোট গণনা। খড়দহ কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী জয় সাহা। সেখানে তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে চলছে ভোট গণনা। নিজের জয় নিয়ে আশাবাদী জয় সাহা। 'খড়দহে বিজেপির জয় নিশ্চিত', বললেন জয় সাহা (Joy Saha)। ভোট গণনার দিন সকাল থেকেই গণনা কেন্দ্রের বাইরে দেখতে পাওয়া যায় জয় সাহাকে। ভোটের আগে নিজেকে ঘরের ছেলে বলেই প্রচার চালিয়েছিলেন জয় সাহা। তবে উপনির্বাচনের আগে বিতর্কে নাম জড়ায় তাঁর। বিধানসভা নির্বাচনে খড়দহ থেকে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা। সেকান থেকে জয়ীও হন, তবে করোনা আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হওয়ার কারণেই আবার নির্বাচন খড়দহে। জয় সাহার এই কাজল সিনহার বাড়িতে যাওয়া নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। জয় সাহা অবশ্য় তার জবাব দিতে ছাড়েননি। মঙ্গলবার উপ নির্বাচনের ফল ঘোষণার দিন নিজের জয় নিয়ে তিনি যে আশাবাদী সেই কথা জানান।