বিদ্যা এবং সুন্দরের প্রেমকে রক্ষা করেছিলেন মা কালী। তাঁদের নামেই এই মন্দিরের নাম হয় বিদ্যাসুন্দর। বর্ধমান (Burdwan) শহর সংলগ্ন দামোদর তীরে অবস্থিত এই কালীমন্দির (Kali temple)। ঘন জঙ্গলে ঘেরা এই বিদ্যাসুন্দর কালীমন্দির। এক সময় ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে যেতেন বলে শোনা যায়। এছাড়াও এই মন্দির ঘিরে রয়েছে নানান কাহিনী। একসময় সুন্দর নামে এক তরুণ পুজারী সেখানে উপাসনা করতেন মা কালীর। তাঁর সঙ্গে রাজকন্যা বিদ্যার প্রেম হয়। বর্ধমান শহর সংলগ্ন দামোদর তীরে তেজগঞ্জে জঙ্গল থেকে রাজপ্রাসাদ পর্যন্ত প্রেমের পথটা সহজ ছিল না। এই মন্দিরের নামকরণের পিছনে রয়েছে তাঁদের বিয়ের গল্পও। রাজকন্যা বিদ্যার সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুন্দরের। একদিন রাজা সেই কথা জানতে পেরে তাঁদের মৃত্যু দণ্ড দেয়। মন্দিরে বলি দেওয়ার সময় কাপালিক অজ্ঞান হয়ে যান। এরপরে বিদ্যা এবং সুন্দর নিরুদ্দেশ হয়ে যায়। দু'জনকে মা কালী সেদিন রক্ষা করেছিলেন বলে বিশ্বাস সকলের আর তাই থেকেই মন্দিরের নাম হয় বিদ্যাসুন্দর। একসময় এই মন্দিরে নরবলি হত বলেও শোনা যায়। শোনা যায় পরে নরবলি দেবীর নির্দেশেই বন্ধ করে দেন তৎকালীন রাজা। এখনও চলে আসছে এই বিদ্যাসুন্দর কালীমন্দিরের পুজো।
বিদ্যা এবং সুন্দরের প্রেমকে রক্ষা করেছিলেন মা কালী। তাঁদের নামেই এই মন্দিরের নাম হয় বিদ্যাসুন্দর। বর্ধমান (Burdwan) শহর সংলগ্ন দামোদর তীরে অবস্থিত এই কালীমন্দির (Kali temple)। ঘন জঙ্গলে ঘেরা এই বিদ্যাসুন্দর কালীমন্দির। এক সময় ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে যেতেন বলে শোনা যায়। এছাড়াও এই মন্দির ঘিরে রয়েছে নানান কাহিনী। একসময় সুন্দর নামে এক তরুণ পুজারী সেখানে উপাসনা করতেন মা কালীর। তাঁর সঙ্গে রাজকন্যা বিদ্যার প্রেম হয়। বর্ধমান শহর সংলগ্ন দামোদর তীরে তেজগঞ্জে জঙ্গল থেকে রাজপ্রাসাদ পর্যন্ত প্রেমের পথটা সহজ ছিল না। এই মন্দিরের নামকরণের পিছনে রয়েছে তাঁদের বিয়ের গল্পও। রাজকন্যা বিদ্যার সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুন্দরের। একদিন রাজা সেই কথা জানতে পেরে তাঁদের মৃত্যু দণ্ড দেয়। মন্দিরে বলি দেওয়ার সময় কাপালিক অজ্ঞান হয়ে যান। এরপরে বিদ্যা এবং সুন্দর নিরুদ্দেশ হয়ে যায়। দু'জনকে মা কালী সেদিন রক্ষা করেছিলেন বলে বিশ্বাস সকলের আর তাই থেকেই মন্দিরের নাম হয় বিদ্যাসুন্দর। একসময় এই মন্দিরে নরবলি হত বলেও শোনা যায়। শোনা যায় পরে নরবলি দেবীর নির্দেশেই বন্ধ করে দেন তৎকালীন রাজা। এখনও চলে আসছে এই বিদ্যাসুন্দর কালীমন্দিরের পুজো।
Oct 09 2024, 10:47 AM IST
Oct 03 2024, 12:10 PM IST
Oct 02 2024, 06:28 PM IST
Oct 01 2024, 12:13 AM IST
48 mins ago
Sep 30 2024, 10:26 AM IST
Sep 29 2024, 12:20 PM IST
Sep 28 2024, 11:52 AM IST
Sep 25 2024, 10:35 AM IST
Oct 18 2023, 03:29 PM IST
Oct 15 2023, 05:24 PM IST
Jun 26 2023, 04:53 PM IST
Jun 22 2023, 11:13 PM IST
Jun 15 2023, 11:51 AM IST
Aug 01 2024, 10:39 AM IST
Jul 31 2024, 10:43 AM IST
Jul 30 2024, 10:34 AM IST
Jul 22 2024, 10:19 AM IST