'খাপ পঞ্চায়েতে'র ছায়া হলদিয়ায়! ফতোয়া জারি 'তৃণমূল নেতা' এবং মোড়লের। জমি হাতানোর অভিযোগ 'তৃণমূল নেতাদের বিরুদ্ধে'। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি করতে হলে দিতে হবে জমি বা টাকা, ফতোয়া জারি 'তৃণমূল নেতা' এবং মোড়লের। হলদিয়ার কুকড়াহাটি অঞ্চলের কালিপুর গ্রামের ঘটনা। শ্যামলী সেনগুপ্ত ২০২০ সালে পেয়েছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। টাকাও ঢুকেছিল নির্দিষ্ট একাউন্টে। অভিযোগ, বাড়ি তৈরি করতে গেলে বাধা দিচ্ছেন এলাকার স্থানীয় তৃণমূল নেতা এবং গ্রামের মোড়ল শ্রীকান্ত মন্ডল ও দীপক মন্ডল। তারা ফতোয়া জারি করেছেন, বাড়ি তৈরি করতে গেলে দিতে হবে ৩ লক্ষ টাকা অথবা জমি। অভিযোগ, প্রশাসনিক মহলে জানিয়েও লাভ হয়নি, কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বাড়ি তৈরিতে বাধা দেওয়া হচ্ছে। বাড়ির ভগ্নদশার কারণে রাতের ঘুম উড়েছে তাদের। স্থানীয় তৃণমূল অঞ্চল প্রধান এড়িয়ে গিয়েছেন গোটা বিষয়টি।
'খাপ পঞ্চায়েতে'র ছায়া হলদিয়ায়! ফতোয়া জারি 'তৃণমূল নেতা' এবং মোড়লের। জমি হাতানোর অভিযোগ 'তৃণমূল নেতাদের বিরুদ্ধে'। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি করতে হলে দিতে হবে জমি বা টাকা, ফতোয়া জারি 'তৃণমূল নেতা' এবং মোড়লের। হলদিয়ার কুকড়াহাটি অঞ্চলের কালিপুর গ্রামের ঘটনা। শ্যামলী সেনগুপ্ত ২০২০ সালে পেয়েছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। টাকাও ঢুকেছিল নির্দিষ্ট একাউন্টে। অভিযোগ, বাড়ি তৈরি করতে গেলে বাধা দিচ্ছেন এলাকার স্থানীয় তৃণমূল নেতা এবং গ্রামের মোড়ল শ্রীকান্ত মন্ডল ও দীপক মন্ডল। তারা ফতোয়া জারি করেছেন, বাড়ি তৈরি করতে গেলে দিতে হবে ৩ লক্ষ টাকা অথবা জমি। অভিযোগ, প্রশাসনিক মহলে জানিয়েও লাভ হয়নি, কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বাড়ি তৈরিতে বাধা দেওয়া হচ্ছে। বাড়ির ভগ্নদশার কারণে রাতের ঘুম উড়েছে তাদের। স্থানীয় তৃণমূল অঞ্চল প্রধান এড়িয়ে গিয়েছেন গোটা বিষয়টি।