করোনা আবহে উৎসবের প্রস্তুতি! দশদিন নয়, পুরুলিয়ার খনি এলাকায় এবার গণেশপুজো দু'দিনের। মঙ্গলবার, জন্মাষ্টমীর দিন খুঁটিপুজো হল নেতুড়িয়া থানার পারবেলিয়া এলাকায়। স্থানীয় সরস্বতী ক্লাব আয়োজিত এই গণেশ পুজো দেখতে প্রতিবছর জনতার ঢল নামে। খনি এলাকায় একমাত্র বিগ বাজারে পুজো এটি। তবে করোনা আবহে মণ্ডপে গিয়ে নয়, দর্শনার্থীদের জন্য় ভার্চুয়ালি ঠাকুর দেখার ব্যবস্থা করেছে উদ্যোক্তারা। পুজোর থিম কোভিড-১৯।