কে এই আনারুল হোসেন (Anarul Hossain)। এক সময় রামপুরহাট (Rampurhat) শহর লাগোয়া সন্ধিপুর এলাকায় (Sandhipur Area) রাজমিস্ত্রির (Mason) কাজ করতেন আনারুল। সেই সময় কংগ্রেসের (Congress) সমর্থক ছিলেন। পরে পরিবর্তনের হাওয়াতে আনারুল কংগ্রেস ছেড়ে যোগ দেন জোড়াফুল শিবিরে (Trinamool Congress)।
রামপুরহাটকাণ্ডে আটক স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেন। কিন্তু কে এই আনারুল হোসেন। এক সময় রামপুরহাট শহর লাগোয়া সন্ধিপুর এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন আনারুল। সেই সময় কংগ্রেসের সমর্থক ছিলেন। পরে পরিবর্তনের হাওয়াতে আনারুল কংগ্রেস ছেড়ে যোগ দেন জোড়াফুল শিবিরে। একটু একটু করে দলে প্রতিপত্তিও বাড়তে থাকে আনারুলের। তাঁকে রামপুরহাট এক নম্বর ব্লকের সভাপতিও করে দল। রাজনীতির ময়দানে নেমে দক্ষ সংগঠক হিসাবে খ্যাতি অর্জন করেন। ধীরে ধীরে রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধানসভার বর্তমান ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি।
পাশাপাশি, তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলেরও ঘনিষ্ঠ বৃত্তেও চলে এসেছিলেন আনারুল। সাংগঠনিক দিক থেকে বগটুই গ্রাম ছিল আনারুলের আওতাতেই। এলাকায় কান পাতলে শোনা যেত, নিজের এলাকায় আনারুল হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য নেতা। কার্যত তাঁর ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, বলে দাবি স্থানীয়দের। নিজের খড়ের ছাউনি ঘর থেকে প্রাসাদ- সম হোসেন হাউজ বানাতে সময় লাগেনি আনারুলের।