ইদের নামাজ পড়ে বাড়িতে ফিরেই ছেলের হাতে খুন বাবা। নদিয়ার হরিণঘাটা পৌরসভার দলইপুরের ঘটনা। সকালে নামাজ পড়ে বাড়ি ফেরেন খোকন মন্ডল। সূত্রের খবর, শুক্রবার সকালে নামাজ পড়তে যায় দৌলতপুরের খোকন মন্ডল ও তাঁর ছেলে ইমাম মন্ডল। নামাজ সেরে বাড়ি ফেরার পরেই শুরু হয় পারিবারিক অশান্তি। অশান্তির জেরেই বাবাকে খুন করে ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক।