যাত্রাপালের মঞ্চে স্বল্পবসনা নতর্কীদের অশ্লীল নাচ। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের হেমতাবাদ। মঙ্গলবার রাতে হেমতাবাদের সমসপুর বাজার সংলগ্ন মাঠে যাত্রাপালার আসর বসে। যাত্রা দেখতে ভিড় করেছিলেন বহু মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পালা চলাকালীনই যাত্রাদলের তরুণীরা খাটো পোশাক পরে অশ্লীল নাচ করতে শুরু করেন। আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, দর্শকাসন থেকে কয়েকজন যুবক নর্তকীদের উদ্দেশ্য কটুক্তি করেন। তাঁদের আবার পাল্টা মারধর করেন আয়োজক কমিটির সদস্যরা। দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। চলে ভাঙচুরও। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। শেষপর্যন্ত হেমতাবাদ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে যাত্রা মঞ্চে স্বল্পবসনা তরুণীদের অশ্লীল নাচের ঘটনার তীব্র নিন্দা করেছেন জেলার সাংস্কৃতিক মহলের লোকজন।