রাজ্যপাল জগদীপ ধনখড়কে পরোক্ষে বিজেপি-রই লোক বলে স্বীকার করে নিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাজ্যপালের ব্যক্তিত্ব সম্পর্কে বলতে গিয়ে বিজেপি-র নীতি, আদর্শের সঙ্গে তুলনা টানলেন লকেট। শনিবার বারাসতে কালী পুজোর উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করেন বিজেপি সাংসদ। রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকার এবং তৃণমূলের সংঘাতের কথা বলতে গিয়েই লকেট বলেন, 'বিজেপি-র লোকেদের নীতি, আদর্শ একদম আলাদা হয়।' প্রাক্তন বিজেপি নেতা ধনখড়ের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক অভিন্ধি নিয়ে কাজ করার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। লকেটের এই মন্তব্যকেও নিঃসন্দেহে হাতিয়ার করবে তারা।
বিজেপি সাংসদ বলেন, 'রাজ্যপাল চাইছেন সব জায়গায় শান্তি, শৃঙ্খলা ফিরে আসুক। কিন্তু রাজ্যপাল সর্বত্র যেতে পারেন। তৃণমূলের সরকার সব জায়গাতেই রাজনীতি খুঁজছেন। তৃণমূলের সরকার যাদবপুর থেকে শুরু করে সব জায়গাতেই রাজ্যপালের সঙ্গে রাজনীতি করেছে। কিন্তু এই রাজ্যপালের ব্যক্তিত্ব আলাদা। এর থেকেই বোঝা যায় আদর্শ, নীতিগত দিক থেকে বিজেপি- র লোকজন একদম আলাদা হয়। তৃণমূল যে ধরনের রাজনীতি করছেন তা অত্যন্ত নিন্দনীয়।' মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতে তিনি যাবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন ধনখড়। এ প্রসঙ্গে লকেট বলেন, 'মুখ্যমন্ত্রী ডেকেছেন, রাজ্যপাল নিশ্চয়ই যাবেন। অন্যান্য রাজ্যেও তাই হয়। কিন্তু আমাদের এখানে রাজ্যপালকেও অসম্মান করা হয়। একদিকে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে আমন্ত্রণ জানাচ্ছেন। অন্যদিকে তাঁর দলের নেতানেত্রীরাই রাজ্যপালকে অপমান করছেন। ওঁরা সংবিধান জানেন না, মুর্খের রাজনীতি করছেন।'