মালদায় ফের প্রেমিকার ধর্না, পালাল প্রেমিক। ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে। সকাল থেকেই ওই যুবতী ধর্নায় বসে রয়েছেন। যুবতীর বাড়ি উত্তর প্রদেশের বিজনৌরের বিচপরী মান্ডিয়া এলাকায়। দাবী, গত তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। একাধিকবার সহবাসও করেছেন তারা। আরও দাবী, ছেলে দফায় দফায় ১ লক্ষ ৬০ হাজার টাকা নিয়েছে। এখন বিয়ের কথা বলতেই ছেলে গা ঢাকা দিয়েছে। তাই বিয়ের দাবীতে ছেলের বাড়ির সামনে ধর্না মেয়ের।
মালদায় ফের প্রেমিকার ধর্না, পালাল প্রেমিক। ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে। সকাল থেকেই ওই যুবতী ধর্নায় বসে রয়েছেন। যুবতীর বাড়ি উত্তর প্রদেশের বিজনৌরের বিচপরী মান্ডিয়া এলাকায়। দাবী, গত তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। একাধিকবার সহবাসও করেছেন তারা। আরও দাবী, ছেলে দফায় দফায় ১ লক্ষ ৬০ হাজার টাকা নিয়েছে। এখন বিয়ের কথা বলতেই ছেলে গা ঢাকা দিয়েছে। তাই বিয়ের দাবীতে ছেলের বাড়ির সামনে ধর্না মেয়ের।