রাজ্য সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার আগেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আগামী ৬ তারিখ নিউটাউনের আদর্শ পল্লীতে যাচ্ছেন তিনি। সেখানেই বিজেপি কর্মী নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর তার আগে তাঁদের পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা হল বুধবার। স্বরাষ্ট্রমন্ত্রীর নিরপত্তার কথা ভেবেই এই সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অমিত শাহ -র ওই দিনের মেনুতে থাকছে সব ঘরোয়া খাবারই। তার মেনুতে রাখা হচ্ছে রুটি, ছোলার ডাল, ভাত, শুক্তো, মুগ ডাল ও পনির। এছাড়াও শেষ পাতে থাকছে চাটনি এবং গুড়ের পায়েস। সব মিলিয়ে একেবারেই ঘরোয়া আয়োজন করা হচ্ছে সেখানে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য এই আয়োজন করতে পেরে খুশি পরিবারের সকলেই।