ঐতিহ্যবাহী সম্প্রীতির রাস মেলা শুরু হল পূর্ব মেদিনীপুরের ময়নাগড়ে। এবার ৪৫৯ বছরে পা দিল এই রাস মেলা। উদ্বোধন করলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। ময়না রাজ পরিবারের কুলদেবতা শ্যামসুন্দর জিউর নৌরাসযাত্রা ঘিরে উন্মাদনা এখানে চোখে পড়ার মতো। এই রাস যাত্রা উপলক্ষে ১৭দিন ধরে চলে মেলা। সঙ্গে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রাসমেলার বাড়তি আকর্ষণ বাড়াতে থাকে কদমা ও বড় বাতাসা। হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই একসঙ্গে এই রায় মেলায় অংশ নেন। রাসযাত্রা হয় জলের মধ্যে পরিখাতে। এই মেলা দেখতে স্থানীয়দের পাশাপাশি বাইরে থেকেও বহু মানুষ আসেন। বাজি প্রদর্শনি এই নৌ রাসযাত্রার অন্যতম আকর্ষণ।
ঐতিহ্যবাহী সম্প্রীতির রাস মেলা শুরু হল পূর্ব মেদিনীপুরের ময়নাগড়ে। এবার ৪৫৯ বছরে পা দিল এই রাস মেলা। উদ্বোধন করলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। ময়না রাজ পরিবারের কুলদেবতা শ্যামসুন্দর জিউর নৌরাসযাত্রা ঘিরে উন্মাদনা এখানে চোখে পড়ার মতো। এই রাস যাত্রা উপলক্ষে ১৭দিন ধরে চলে মেলা। সঙ্গে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রাসমেলার বাড়তি আকর্ষণ বাড়াতে থাকে কদমা ও বড় বাতাসা। হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই একসঙ্গে এই রায় মেলায় অংশ নেন। রাসযাত্রা হয় জলের মধ্যে পরিখাতে। এই মেলা দেখতে স্থানীয়দের পাশাপাশি বাইরে থেকেও বহু মানুষ আসেন। বাজি প্রদর্শনি এই নৌ রাসযাত্রার অন্যতম আকর্ষণ।