মালবাজারে হড়পা বানে ৭ জনের মৃত্যু, জানাল প্রশাসন। মোট ৫০ জনকে উদ্ধার, এখনও নিখোঁজ অসংখ্য। ৪০ জন মানুষ একটি দ্বীপের মত স্থানে আশ্রয় নিয়েছিল। মাল নদীর ডাউন স্ট্রিমে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। নবমীর দিন থেকে ডুয়ার্সে বৃষ্টির মাত্রা বেড়েছে। মালবাজারে উঁচু পাহাড়ে জল জমেছিল । সেই জল একত্রে কোনওভাবে মাল নদীতে নেমে এসেছিল। এমনই আশঙ্কা করছে জলপাইগুড়ি জেলা প্রশাসন । বিসর্জনের জন্য শুকনো নদী বক্ষে কয়েক হাজার মানুষ ছিল । ছিল প্রতিমা নিয়ে ট্রাকের দল, জলের প্রবল স্ত্রোত ছিল। মুহূর্তের মধ্যে ভেসে যায় অসংখ্য মানুষ।
মালবাজারে হড়পা বানে ৭ জনের মৃত্যু, জানাল প্রশাসন। মোট ৫০ জনকে উদ্ধার, এখনও নিখোঁজ অসংখ্য। ৪০ জন মানুষ একটি দ্বীপের মত স্থানে আশ্রয় নিয়েছিল। মাল নদীর ডাউন স্ট্রিমে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। নবমীর দিন থেকে ডুয়ার্সে বৃষ্টির মাত্রা বেড়েছে। মালবাজারে উঁচু পাহাড়ে জল জমেছিল । সেই জল একত্রে কোনওভাবে মাল নদীতে নেমে এসেছিল। এমনই আশঙ্কা করছে জলপাইগুড়ি জেলা প্রশাসন । বিসর্জনের জন্য শুকনো নদী বক্ষে কয়েক হাজার মানুষ ছিল । ছিল প্রতিমা নিয়ে ট্রাকের দল, জলের প্রবল স্ত্রোত ছিল। মুহূর্তের মধ্যে ভেসে যায় অসংখ্য মানুষ।