১ মাস আগেই শুরু বঙ্গে পূজো সেলিব্রেশন। ১ সেপ্টেম্বর ইউনেস্কো সম্মানের জন্য পূজো মিছিল। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে থেকে মিছিল বেলা ২টায়। মিছিল যাবে রানি রাসমণি রোডে পূজো সম্মান মঞ্চে। মিছিলের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । ইউনেস্কোর প্রতিনিধিদের সম্মানিত করবে রাজ্য সরকার।
জেলাতেও একই সময়ে ইউনেস্কোরর সম্মান প্রাপ্তিতে মিছিল বের হবে। অন্তত কয়েক লক্ষ মানুষের জমায়েতের সম্ভাবনা। স্কুল-কলেজে অর্ধদিবস ছুটির আর্জি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। এমনকী অফিস-কাছারিতেও অর্ধদিবস ছুটির আর্জি তাঁর। ১০থেকে ১২ হাজার ছাত্র-ছাত্রী এই মিছিলে অংশ নেবে।