বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা এখন চরমে। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখাচ্ছেন বিজেপি নেতারা। বোলপুরের রোড শো করতে গিয়েও তেমনই প্রতিশ্রুতি দিতে শোনা গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রী আমিত শাহ -কে। অমিত শাহ -র সেই রোড শো -এর পরেই সেখানে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সেখানে গিয়ে রোড শো -এর পর সভা করেন তিনি। সেই সভায় দাঁড়িয়েই বিজেপিকে কটাক্ষ করতে শোনা গেল তাঁকে। মঞ্চে দাঁড়িয়ে গান্ধীজি ও রবীন্দ্রনাথকে অপমান করার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের রোড শো- থেকে বিজেপি-কে আক্রমণ। বিশ্বভারতীর উপাচার্যকে মার্কা মারা বলেতেও ছাড়লেন না। বিজেপি-র ক্যাডার উপাচার্য, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশ্বভারতীকে দাঙ্গা করার ইউনিভার্সিটিতে পরিণত করার অভিযোগ তুলে চাঁচাছোলা ভাষায় বিশ্বভারতীর উপাচার্যকে নিশানা মুখ্যমন্ত্রীর।