বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা এখন চরমে। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখাচ্ছেন বিজেপি নেতারা। বোলপুরের রোড শো করতে গিয়েও তেমনই প্রতিশ্রুতি দিতে শোনা গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রী আমিত শাহ -কে। অমিত শাহ -র সেই রোড শো -এর পরেই সেখানে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সেখানে গিয়ে রোড শো -এর পর সভা করেন তিনি। সেই সভায় দাঁড়িয়েই বিজেপিকে কটাক্ষ করতে শোনা গেল তাঁকে। মঞ্চে দাঁড়িয়ে বিজেপি-কে কড়া হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে ঢুকে পড়েছে বহিরাগতরা, অভিযোগ মমতার। গ্রামে, গ্রামে ঘরে ঘরে এরা হানা দিচ্ছে বলে দাবি করলেন তিনি। এলাকায় এই বহিরাগতদের দেখলে থানায় অভিযোগ। অভিযোগ দায়েরের পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে থানা অভিযোগ নেবে না তাদের নামে নালিশ জানানো যাবে। সাধারণ মানুষের উদ্দেশে বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর। বহিরাগতদের অনুপ্রবেশে চলতে দেওয়া যাবে না। বোলপুরের জনসভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।