ঘূর্ণিঝড় বুলবুলের জেরে মৃতদের পরিবারকে দু' লক্ষ টাকা করে অর্থ সাহায্য করবে রাজ্য সরকার। এ দিন দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপে ঘূর্ণিঝড়ে জেরে ক্ষয়ক্ষতির পর্যালোচনা বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বৈঠক শেষে হেলিকপ্টারে ওঠার আগে ঘূর্ণিঝড়ের জেরে দুর্গতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। গত শনিবার ঝড় চলাকালীন ট্রলার উল্টে মৃত মৎস্যজীবী সঞ্জয় দাসের স্ত্রীর হাতে দু' লক্ষ টাকার চেকও তুলে দেন মুখ্যমন্ত্রী। তাঁর স্ত্রীকে সমবেদনাও জানান মমতা। আদর করেন শিশুপুত্রকে। মৃত মৎস্যজীবীর স্ত্রীকে কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্যও জেলাশাসককে নির্দেশ দেন মমতা।
মুখ্যমন্ত্রী যখন মৃত মৎস্যজীবীর স্ত্রীর হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিচ্ছিলেন, সেই সময় স্থানীয় কিছু তৃণমূল কর্মী- সমর্থক স্লোগান দিতে শুরু করেন। তা শুনেই ক্ষুব্ধ মমতা সঙ্গে সঙ্গে স্লোগান বন্ধের নির্দেশ দেন।