বুধবার রাতে ভয়াবহ বিস্ফোরণ। নিমতিতা স্টেশনে হয় বোমাবাজি। তাতেই গুরুতর জখম হন জাকির হোসেন। আপাতত তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সেখানেই তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী। সেখানে থেকেই জানান একাধিক কথা। জানান, জাকির হোসেনের শারীরিক অবস্থার কথাও। পাশাপাশি অভিযোগ তোলেন তিনি। পরিকল্পনা করে তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে। এমনটাই বলতে শোনা যায় তাঁকে।