নির্বাচনের দিন ধার্য না হলেও রাজ্যে নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে। এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ার পর এবার হুগলিতে আসেন প্রধানমন্ত্রী। ২২ ফেব্রুয়ারি হুগলির ডানলপ ময়দানে ছিল অগুন্তি মানুষের ভিড়। সেখানে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে স্বাগত জানাতে ছিল বিশেষ আয়োজন। মোদীজি মঞ্চে পা রাখতেই শুরু হয়ে 'মোদী জি স্বাগতম' এই ধ্বনীতেই গমগম করতে শুরু করে সভার চারপাশ।