কালীপুজোর উদ্বোধনে বাংলা সিনেমার দুই জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। শনিবার বারাসতের রাইজিং ইয়ং স্টার ক্লাবের কালীপুজোর উদ্বোধনে যান অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নায়িকা দেখতে প্রবল উন্মাদনা ছিল সাধারণ মানুষের মধ্যে। পুজোর আয়োজনের প্রশংসা করার পাশাপাশি কালী পুজোতেও পাস তুলে দেওয়ার যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন, তারও প্রশংসা করেন শ্রাবন্তী।
অন্যদিকে অভিনেত্রী এবং সাংসদ মিমি চক্রবর্তী কাঁচরাপাড়া সৎকার সমিতির পুজোর উদ্বোধন করেন। ভক্তদের সেলফির আবদারও মেটান নায়িকা। পাশাপাশি পশুপাখিদের কথা ভেবে শব্দবাজি না ফাটানোর জন্য সবাইকে অনুরোধ করেন মিমি। তিনি বলেন, 'সবাই আলো ছড়িয়ে দিন, মিষ্টি ছড়িয়ে দিন, কিন্তু শব্দবাজি ফাটাবেন না।'