বুধবার রাতে মন্ত্রীর ওপর বোমা হামলা। মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমাবাজি। বোমা হামলায় গুরুতর জখম হন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। নিমতিতা স্টেশনে ঘটে ভয়াবহ ঘটনা। আহত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই প্রাথমিকভাবে তার চিকিৎসা শুরু হয়। বুক ও মাথার বেশ কিছু অংশ সেই সঙ্গে হাঁটু ও তার নীচের একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে। পরে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। কলকাতার এসএসকেএম হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।