মহাপঞ্চমীতে খুলে গেল দমদম পার্ক নতুন সাবওয়ে। দীর্ঘদিন ধরে দমদম পার্কের মানুষের চাহিদা ছিল এই সাবওয়ের। ভিআইপি রোড পারাপারের জন্য রাস্তার ওপর দিয়ে যাতায়াত ছিল নিত্য। ফলে ভিআইপি রোডে যানজট ও দুর্ঘটনা ঘটত। পঞ্চমীতে সাবওয়ের উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দীর্ঘ একবছর ধরে এই সাবওয়ে নির্মাণ করেছে পূর্ত দফতর। সাবওয়েটি ৫২মিটার লম্বা ও সাড়ে ৬মিটার চওড়া। সাবওয়েতে চারটি এস্কেলেটর রয়েছে। সাবওয়ে থেকে বেরিয়ে খালপাড় ধরে বাঙ্গুর এভিনিউতে পৌঁছানো যাবে।
মহাপঞ্চমীতে খুলে গেল দমদম পার্ক নতুন সাবওয়ে। দীর্ঘদিন ধরে দমদম পার্কের মানুষের চাহিদা ছিল এই সাবওয়ের। ভিআইপি রোড পারাপারের জন্য রাস্তার ওপর দিয়ে যাতায়াত ছিল নিত্য। ফলে ভিআইপি রোডে যানজট ও দুর্ঘটনা ঘটত। পঞ্চমীতে সাবওয়ের উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দীর্ঘ একবছর ধরে এই সাবওয়ে নির্মাণ করেছে পূর্ত দফতর। সাবওয়েটি ৫২মিটার লম্বা ও সাড়ে ৬মিটার চওড়া। সাবওয়েতে চারটি এস্কেলেটর রয়েছে। সাবওয়ে থেকে বেরিয়ে খালপাড় ধরে বাঙ্গুর এভিনিউতে পৌঁছানো যাবে।