মুখ ঢাকা, হাতে লাঠি, আসানসোলে পুলিশের ভিড়ে এরা কারা, দেখুন ভিডিও

  • শুক্রবার পুলিশ বিজেপি সংঘর্ষ হয় আসানসোলে
  • পুলিশের সঙ্গে  লাঠি হাতে দেখা যায় কয়েকজনকে
  • বিজেপি-র অভিযোগ, পুলিশের ভিড়ে মিশে ছিল তৃণমূলের দুষ্কৃতীরা

নীল জিন্স, ছাই রংয়ের জামা। আর মুখ ঢাকা সাদা কাপড়ে, হাতে আবার লাঠি। আসানসোল শহরে পুলিশের সামনে এভাবেই দাপিয়ে বেড়াতে দেখা গেল দুষ্কৃতীদের। এমন কী, তাদেরকে হাতের ইশারায় আড়ালে চলে যাওয়ার ইঙ্গিত দিতেও দেখা গেল বেশ কয়েকজন পুলিশকর্মীকে। পুলিশের সামনে দুষ্কৃতীদের এই অবাধ বিচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও। তাঁর অভিযোগ, তৃণমূলের দুস্কৃতীরা অস্ত্র হাতে ঘুরে বোমাবাজি করল। আর আসানসোলের সাধারণ মানুষকে লাঠিপেটা করল পুলিশ।

শুক্রবার বিজেপি-র যুব মোর্চার পুরসভা অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোল। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিজেপি কর্মী সমর্থকদের। সংঘর্ষের মাঝেই আসানসোলের সুভাষ সিনেমার সামনে এই ছবি ধরা পড়ে। পুলিশের সঙ্গেই লাঠি হাতে মুখ ঢাকা ওই দুষ্কৃতীদের মারমুখী বিজেপি সমর্থকদের মোকাবিলা করতে দেখা যায়। বিজেপি-র অভিযোগ, পুলিশের সঙ্গে মিশে তৃণমূলের গুন্ডাবাহিনী শুক্রবার তাদের সমর্থকদের উপরে হামলা চালিয়েছে। যদিও, মুখ ঢাকা ওই ব্যক্তিদের পরিচয় নিয়ে কিছু বলতে চাননি পুলিশকর্তারাও। শুক্রবারের ঘটনায় মোট তেরোজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি শনিবার আসানসোল দক্ষিণ থানায় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র নামে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, গণ্ডগোলের নেপথ্যে ছিলেন বাবুলই। 

04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর06:37Bhangar : তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়02:39পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য চন্দননগরে05:01'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:08‘ভারতবর্ষ ফুঁ দিলে বাংলাদেশ উড়ে যাবে’ ইউনূসকে চরম হুঁশিয়ারি অগ্নিমিত্রার, দেখুন03:08চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য নদিয়ায়06:07Krishnanagar : বন্ধুর নাম করে ডেকে এনেছিল গৃহবধূকে, তারপরে এক এক করে ৫ জন মিলে...! বিরাট সাজা দিল আদালত06:28বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ