নীল জিন্স, ছাই রংয়ের জামা। আর মুখ ঢাকা সাদা কাপড়ে, হাতে আবার লাঠি। আসানসোল শহরে পুলিশের সামনে এভাবেই দাপিয়ে বেড়াতে দেখা গেল দুষ্কৃতীদের। এমন কী, তাদেরকে হাতের ইশারায় আড়ালে চলে যাওয়ার ইঙ্গিত দিতেও দেখা গেল বেশ কয়েকজন পুলিশকর্মীকে। পুলিশের সামনে দুষ্কৃতীদের এই অবাধ বিচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও। তাঁর অভিযোগ, তৃণমূলের দুস্কৃতীরা অস্ত্র হাতে ঘুরে বোমাবাজি করল। আর আসানসোলের সাধারণ মানুষকে লাঠিপেটা করল পুলিশ।
শুক্রবার বিজেপি-র যুব মোর্চার পুরসভা অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোল। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিজেপি কর্মী সমর্থকদের। সংঘর্ষের মাঝেই আসানসোলের সুভাষ সিনেমার সামনে এই ছবি ধরা পড়ে। পুলিশের সঙ্গেই লাঠি হাতে মুখ ঢাকা ওই দুষ্কৃতীদের মারমুখী বিজেপি সমর্থকদের মোকাবিলা করতে দেখা যায়। বিজেপি-র অভিযোগ, পুলিশের সঙ্গে মিশে তৃণমূলের গুন্ডাবাহিনী শুক্রবার তাদের সমর্থকদের উপরে হামলা চালিয়েছে। যদিও, মুখ ঢাকা ওই ব্যক্তিদের পরিচয় নিয়ে কিছু বলতে চাননি পুলিশকর্তারাও। শুক্রবারের ঘটনায় মোট তেরোজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি শনিবার আসানসোল দক্ষিণ থানায় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র নামে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, গণ্ডগোলের নেপথ্যে ছিলেন বাবুলই।