অভিনয়ের জীবনের মতোই সাফল্য অধরা থাকেনি রাজনৈতিক জীবনেও। খুব অল্প সময়ের মধ্যে জনপ্রতিনিধি হয়ে পা রেখেছেন সংসদ ভবনে। এবার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন লকেট চট্টোপাধ্যায়। স্বাধীনতা দিবসের আগের স্বকণ্ঠে জাতীয় সঙ্গীত রেকর্ড করে চমকে দিলেন তিনি। তাঁর গলায় 'জনগণমন' শুনে উচ্ছ্বসিত শ্রোতারা, হুগলির সাংসদকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়।