রাস পূর্ণিমায় সেজেছে নবদ্বীপ, চলছে তিনশোর বেশি দেব-দেবীর আরাধণা

বৈষ্ণবতীর্থ নদিয়ার নবদ্বীপে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৈষ্ণব ও শআক্তদের মিলন উৎসব রাস। প্রায় তিনশোর মত দেব-দেবীর পুজো হয় এই রাস পূর্ণিমায়। যারমধ্যে রয়েছে রাধাকৃষ্ণের চক্ররাস, এলানিয়া কালীমাতা, ভদ্রাকালী, কৃষ্ণকালী, ভূবনেশ্বরী, গঙ্গামাতা, ভারতমাতা, মহিষমদ্দিনী, নিত্যকালী , অন্নপূর্ণা ও চণ্ডীমাতা। রাস উৎসব দেখতে বহু মানুষের আগমন হয় নবদ্বীর শহরে। তাদের জন্য শহরের নানা প্রান্তে তৈরি করা হয়েছে শিবির ও যাত্রীনিবাস। শান্তিপূর্ণ ভাবে রাস ুৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরজার করা হয়েছে।

বৈষ্ণবতীর্থ নদিয়ার নবদ্বীপে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৈষ্ণব ও শআক্তদের মিলন উৎসব রাস। প্রায় তিনশোর মত দেব-দেবীর পুজো হয় এই রাস পূর্ণিমায়। যারমধ্যে রয়েছে রাধাকৃষ্ণের চক্ররাস, এলানিয়া কালীমাতা, ভদ্রাকালী, কৃষ্ণকালী, ভূবনেশ্বরী, গঙ্গামাতা, ভারতমাতা, মহিষমদ্দিনী, নিত্যকালী , অন্নপূর্ণা ও চণ্ডীমাতা। রাস উৎসব দেখতে বহু মানুষের আগমন হয় নবদ্বীর শহরে। তাদের জন্য শহরের নানা প্রান্তে তৈরি করা হয়েছে শিবির ও যাত্রীনিবাস। শান্তিপূর্ণ ভাবে রাস ুৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরজার করা হয়েছে।

02:45‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের, দেখুন কী বলছেন05:42'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি' তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর02:57Bandwan Tiger News : শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী01:53'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক মন্তব্য অর্জুনের01:46Krishnanagar : নাবালিকার সঙ্গে ওইসব! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা, দেখুন02:44পশ্চিমবঙ্গে জঙ্গিযোগ নিয়ে মমতাকে চরম তুলোধোনা অগ্নিমিত্রার! দেখুন কী বললেন04:46Suvendu Adhikari: 'কত বড় জিহাদি! রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও' হুঙ্কার শুভেন্দুর02:27পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য বীরভূমে04:05Murshidabad : আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন তৃণমূল বুথ কর্মী, দেখুন ভিডিও02:10South 24 Parganas News: প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি