জাতীয় পতাকা কেক কেটে পালিত হচ্ছে জন্মদিন। ঘটনাটি ঘটেছে মালদার রাতুয়ায়। সেখানকার জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাসের জন্মদিনে কাটা হয়েছে এই কেক। কেকের ওপরে গেরুয়া রঙ, মাঝখানে সাদা আর নীচে সবুজ এমনকি সাদা রঙের ওপর বাদ যায়নি অশোকচক্রও। হুবহু যেন জাতীয় পতাকা তুলে বসানো হয়েছে কেকের ওপর। তাঁর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই, তার মধ্যে ছিলেন তৃণমূল নেতা শেখ ইয়াসিন। তাঁদের এই কাজের নিন্দা করেছেন অনেকেই। এমনকি জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে এই কাজের সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই। তাঁদের এই কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চান সকলেই।