আজ ব্যারাকপুরের শম্ভুনাথ মন্দিরে পুজো দিতে যায় মদন মিত্র, পুজো দিয়ে সংবাদিকের প্রশ্নের উত্তর দেন |
আজ ব্যারাকপুরের শম্ভুনাথ মন্দিরে পুজো দিতে যায় মদন মিত্র | পুজো দিয়ে সংবাদিকের প্রশ্নের উত্তর দেন | মন্ত্রী সভার রদবদল প্রসঙ্গে তিনি বলেন, বাবার কাছে এসেছিলাম, কিন্তু বাবা বললো মন্ত্রিত্ব পাওয়ার কোনো চান্স নেই, বেশি মন খারাপ হলে আমার কাছে চলে এসো ।সারদা মামলার জন্য মন্ত্রিসভায় ঠাই পাননি মদন মিত্র | সেই প্রসঙ্গে তিনি বলেন আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি | তিনি বলেন 'কোন মায়ের লাল পয়দা হয়নি যে মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ তুলবে |