আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল এক ব্যক্তি। বিধাননগর গোয়েন্দা শাখা ও বাগুইআটি থানার যৌথ প্রচেষ্টায় গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। অভিযুক্ত ব্যক্তির নাম দেবায়ন দেবনাথ। সূত্রের খবর, বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র মিলেছে ওই ব্যক্তির কাছ থেকে। তিনটি সেভেন এমএম ও তিনটে ওয়ান শাটার সহ ২০০০ টাকার দশটি জাল নোট মিলিছে তাঁর কাছে। মঙ্গলবার ওই ব্যক্তিকে বারাসাত আদালতে পেশ করা হবে বলে জানাগিয়েছে।