সরস্বতী পুজের আগে আর মাত্র কটা দিন। পুজোয় দেব-দেবী সেজে ওঠেন বিশেষ সাজে। সেই সাজ শিল্পীরাই এখন অর্থ সংকটে। পুজোর আগে নেই চাহিদা। তাই মুখ ভার নবদ্বীপের মহেশগঞ্জের শিল্পীদের। সেখানকার অধিকাংশ মানুষই এই কাজের সঙ্গে যুক্ত। করোনার জেরে এখন তাঁদের কাজ প্রাই নেই বললেই চলে। অথচ কোনওরকম সরকারি সাহায্যও মেলেনা তাঁদের। এমনটাই অভিযোগ তুললেন তাঁরা।