শতবর্ষের দোরগোড়ায় পঞ্চাননতলার সরস্বতী মন্দিরের পুজো

শতবর্ষের দোরগোড়ায় পঞ্চাননতলার সরস্বতী মন্দিরের পুজো। ১৯১৯ সালে রাজস্থান থেকে এই মন্দিরের মূর্তি আসে। সম্পূর্ণ শ্বেতপাথরের তৈরি এই সরস্বতী মূর্তি। ১৯১৯ সাল থেকেই এখানে সরস্বতীর নিত্য পুজো হয়ে আসছে। পরবর্তী সময়ে ১৯২৩ সালের ২৮শে জুন স্থাপিত হয় এই মন্দির।  

পৌরাণিক মতে ভারতবর্ষ ৩৩কোটি দেবদেবীদের দেশ। আর সেই কারণে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে বিভিন্ন দেবদেবীর অসংখ্য মন্দির। তবে গোটা দেশে হাতেগোনা কয়েকটি জায়গায় রয়েছে বিদ্যার দেবী সরস্বতীর ঠাকুরের মন্দির। যার মধ্যে অন্যতম ও বাংলার প্রথম সরস্বতী মন্দির অবস্থিত হাওড়া পঞ্চাননতলায়। মন্দিরের প্রতিষ্ঠাতা পরিবারের পঞ্চম প্রজন্মের সদস্য সৌমেশ চন্দ্র দাস জানাচ্ছেন ১৮শো শতাব্দীর শেষের দিকে হুগলি বাঁশবেড়িয়ার বাসিন্দা, হাওড়া জিলা স্কুলের প্রথম প্রধান শিক্ষক স্বর্গীয় উমেশ চন্দ্র দাস বসবাস শুরু করেন হাওড়া পঞ্চাননতলায়। তার চার পুত্রের মধ্যে একজন রনেশ চন্দ্র দাস পিতার ইচ্ছে অনুসারে ১৯১৯ সালের ২০শে মার্চ রাজস্থান থেকে সম্পূর্ণ শ্বেতপাথরের তৈরি সরস্বতী দেবীর প্রতিমা নিয়ে আসেন হাওড়ার এই বাড়িতে। তারপর থেকেই শুরু হয় নিত্য পূজা। পরবর্তী সময়ে ১৯২৩ সালের ২৮শে জুন স্থাপিত হয় এই মন্দির। যা বাংলার প্রথম সরস্বতী ঠাকুরের মন্দির হিসেবেই দাবি পরিবারের সদস্যের। পারিবারিক সম্পত্তির থেকে প্রতিমাসে যে আয় হয় তা দিয়েই চলে মন্দির রক্ষণাবেক্ষণ ও নিত্য পূজার খরচ। তার উপরে অতিরিক্ত কোনো খরচের প্রয়োজন হলে পরিবারের সদস্যরাই তা বহন করেন। প্রতিবছরই মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে সেজে ওঠে গোটা মন্দির। প্রথা অনুসারে একশো আটটা খুরিতে বড় বাতাসা দিয়ে দেওয়া হয় বিশেষ ভোগ। এইসময় এলাকার মানুষ ছাড়াও দূর-দূরান্তে থাকা আত্মীয়রাও উপস্থিত হন হাওড়া পঞ্চাননতলা বাড়িতে। সব মিলিয়ে বাংলার প্রথম সরস্বতী মন্দিরের নিয়ে গর্বিত পরিবারের সদস্য থেকে এলাকার মানষেরা।
 

03:32মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য কোন্নগরে06:42Kultali Tiger Update : টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য03:29টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য বারুইপুরে04:44Mid Day Meal : বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে03:39নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য বারাসাতে!10:01Santipur : সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে01:48টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার কানিং-এ04:00‘বাংলাদেশ সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ ইউনূস সরকারকে একহাত নিলেন নওশাদ সিদ্দিকী10:34Sonarpur : '৩ ফুট জায়গা দিলে ভালো হয়' সোনারপুরে প্রমোটিংয়ের জন্য স্কুলের জমি দখলের চেষ্টা! দেখুন01:51বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়