Rampurhat : আবাস যোজনা থেকে কন্যাশ্রী সবক্ষেত্রেই 'কাটমানি' নেওয়া হয়, অভিযোগ তুলে পদত্যাগ পঞ্চায়েত প্রধানের

শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। পঞ্চায়েত প্রধানের পদত্যাগ, দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করলেন প্রধান  শিউলি দে। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের বিডিও-র কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান শিউলি দে। আবাস যোজনা থেকে কন্যাশ্রী সবক্ষেত্রেই 'কাটমানি' নেওয়া হয়, এবং সেই টাকা ভাগবাটোয়ারা করা হত। এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করাতেই তাকে পদত্যাগ করান হয় বলে শিউলি দে-র দাবী। তবে অঞ্চল সভাপতি প্রণব ঘোষাল বলেন, 'সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, উনি শারীরিক অসুস্থতার কারনেই পদত্যাগ করেছেন, তার পদত্যাগ পত্রেই লেখা আছে'। 

শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। পঞ্চায়েত প্রধানের পদত্যাগ, দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করলেন প্রধান  শিউলি দে। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের বিডিও-র কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান শিউলি দে। আবাস যোজনা থেকে কন্যাশ্রী সবক্ষেত্রেই 'কাটমানি' নেওয়া হয়, এবং সেই টাকা ভাগবাটোয়ারা করা হত। এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করাতেই তাকে পদত্যাগ করান হয় বলে শিউলি দে-র দাবী। তবে অঞ্চল সভাপতি প্রণব ঘোষাল বলেন, 'সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, উনি শারীরিক অসুস্থতার কারনেই পদত্যাগ করেছেন, তার পদত্যাগ পত্রেই লেখা আছে'। 

03:20পাসপোর্ট চক্রে গ্রেফতার লালবাজারের প্রাক্তন পুলিশকর্মী! চাঞ্চল্যকর পরিস্থিতি অশোকনগরে03:14'ওর আগে ক্ষমা চাইতে হবে, তারপর গান' বামেদের অনুষ্ঠানে বাংলাদেশের গায়িকা নিয়ে চরম বার্তা শুভেন্দুর03:25‘তৃণমূল তাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই শেষ হচ্ছে’ মমতাকে সরাসরি তোপ অধীরের03:57অবাক করা কাণ্ড! বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, চাঞ্চল্য এলাকাবাসীদের মধ্যে03:25শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ কুণালের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল02:51'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরম শাসানি বাবুল সুপ্রিয়র07:49'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে চরম সংঘাতের পর প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের05:26শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল02:47North 24 Parganas News Today: ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া মধ্যমগ্রামে04:24ফের অভয়া কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে