শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। পঞ্চায়েত প্রধানের পদত্যাগ, দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করলেন প্রধান শিউলি দে। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের বিডিও-র কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান শিউলি দে। আবাস যোজনা থেকে কন্যাশ্রী সবক্ষেত্রেই 'কাটমানি' নেওয়া হয়, এবং সেই টাকা ভাগবাটোয়ারা করা হত। এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করাতেই তাকে পদত্যাগ করান হয় বলে শিউলি দে-র দাবী। তবে অঞ্চল সভাপতি প্রণব ঘোষাল বলেন, 'সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, উনি শারীরিক অসুস্থতার কারনেই পদত্যাগ করেছেন, তার পদত্যাগ পত্রেই লেখা আছে'।
শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। পঞ্চায়েত প্রধানের পদত্যাগ, দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করলেন প্রধান শিউলি দে। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের বিডিও-র কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান শিউলি দে। আবাস যোজনা থেকে কন্যাশ্রী সবক্ষেত্রেই 'কাটমানি' নেওয়া হয়, এবং সেই টাকা ভাগবাটোয়ারা করা হত। এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করাতেই তাকে পদত্যাগ করান হয় বলে শিউলি দে-র দাবী। তবে অঞ্চল সভাপতি প্রণব ঘোষাল বলেন, 'সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, উনি শারীরিক অসুস্থতার কারনেই পদত্যাগ করেছেন, তার পদত্যাগ পত্রেই লেখা আছে'।