পানিহাটি শ্যুটআউট কাণ্ডে নয়া মোড়, ফাঁকা জমি থেকে উদ্ধার টিকিট-মোবাইল

পানিপাটির কাউন্সিলর শ্যুটআউট কাণ্ডে নয়া মোড়। সোমবার সকালে ফাঁকা জমি থেকে উদ্ধার মোবাইল ফোন। এছাড়াও ট্রেনের একটি রিটার্ন টিকিট উদ্ধার হয়েছে। ঘটনায় ধৃত যেখানে গা ঢাকা দিয়েছিল সেখান থেকেই উদ্ধার।

পানিপাটির কাউন্সিলর শ্যুটআউট কাণ্ডে নয়া মোড়। সোমবার সকালে ফাঁকা জমি থেকে উদ্ধার মোবাইল ফোন। এছাড়াও ট্রেনের একটি রিটার্ন টিকিট উদ্ধার হয়েছে। ঘটনায় ধৃত যেখানে গা ঢাকা দিয়েছিল সেখান থেকেই উদ্ধার। এলাকার মানুষরাই প্রথম টিকিট এবং মোবাইল ফোন খুঁজে পান। টিকিট এবং মোবাইল খড়দহ থানার হাতে তুলে দেন তাঁরা।প্রসঙ্গত, রবিবার রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত। গুলি করার পরই ধৃত গা ঢাকা দেয় পাশের এক ফাঁকা জমিতে। যে ফাঁকা জমি থেকে ধৃত অমিত পন্ডিতকে এলাকার মানুষ ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল, ঠিক সেই একই জায়গা থেকেই সোমবার সকালো এলাকার মানুষরা একটি মোবাইল ফোন এবং একটি ট্রেনের টিকিট পায়। মেমারি থেকে শেওড়াফুলি যাওয়ার রিটার্ন টিকিট মিলিছে বলে জানা গিয়েছে। যে মোবাইলটি পাওয়া যায় সেই মোবাইলের মধ্যে কোন সিম ছিল না। টিকিট এবং মোবাইল দুটোই এলাকার মানুষ খড়দহ থানার হাতে তুলে দেয়।

02:39‘চিন্ময় কৃষ্ণকে আমি মুক্ত করবোই’ নির্ভীক বাংলাদেশী আইনজীবী রবীন্দ্র ঘোষের চরম প্রতিশ্রুতি02:22জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি ক্যানিং-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম05:09Fake Passport : জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! দেখুন02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা