ভোটের আগে বারংবার বঙ্গে আগমণ ঘটছে জেপি নাড্ডার। ৬ ফেব্রুয়ারি নবদ্বীপ থেকে তিনি পরিবর্তন যাত্রার শুরু করেন। এবার ফের বঙ্গে বিজেপি -র সর্বভারতীয় সভাপতি। ৯ ফেব্রুয়ারি তারাপিঠে ছিল তাঁর সভা। সেখানে প্রথমে তারা মায়ের দর্শন করে পুজো দেন তিনি। পুজো শেষ করে সভা করেন বীরভূমের চিলার মাঠে। সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা করেন তিনি।