স্টার জলসা আয়োজিত ড্যান্স ড্যান্স জুনিয়রের বিচারক দেব,শ্যুটিং ফ্লোরে তখন দেব কে সাংবাদিক প্রশ্ন করে যে অর্পিতা ইস্যু কি বাংলা ইন্ডাস্ট্রিকে ঠিক কতটা ক্ষতি করবে , তখন দেব নিজের পতিক্রিয়া জানায় |
সাংবাদিক দেবকে প্রশ্ন করে অর্পিতা ইস্যু কি বাংলা ইন্ডাস্ট্রিকে ক্ষতি করবে ? জবাবে দেব জানায় তার সাথে অর্পিতাকে কোন দিনই অভিনয় করতে দেখা যায়নি | দেব তারপর বলে যে সে পার্থ ও না অর্পিতা ও না , যদি সুযোগ পাও তাহলে তাদের কে প্রশ্ন করো | তারপর দেব বলে ' আমি যেটা বুঝিনা জানিনা সেখানে আমার মন্তব্য করা উচিৎ নয়' | দেব বলে ' রাজনীতিতে একটা কথা বুঝি যে আমার জন্য যেন দলের ক্ষতি না হয় ' | দেব আরও বলে ' আমার কাজ আমার ব্যবহার সমস্ত কিছু , আমার জন্য যেন কারুর ক্ষতি না হয় ' | ' এর বাইরে কে কি করছে সেটা আমার দায়িত্ব নয়' বললেন দেব | তারপর বললেন কোন একটা মানুযের জন্য ইন্ডাস্ট্রির কোন ক্ষতি হবে না, ইন্ডাস্ট্রি অনেক বড়| ইন্ডাস্ট্রি কালকে জন্মায় নি, ইন্ডাস্ট্রি একশ বছরের ইতিহাস |