বিধাননগরে এক চিকিৎসকের বাড়ির ছাদে উঠে পড়ে মানসিক ভারসাম্যহীন রোগী। পাইপ বেয়ে আচমকা দু'তলার ছাদে উঠে পড়ে ওই ব্যক্তি। এর পরেই চিকিৎসকের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। কোনও ভাবেই তারা তাঁকে নীচে নামাতে পাড়ছিলেন না। অবশেষে উপায় না পেয়ে বিধাননগর দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করে ওই চিকিৎসক, খবর যায় দমকলেও। দমকল কর্মীরা এসে উদ্ধার করে তাঁকে। উদ্ধার করে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কিভাবে এমনটা ঘটল, খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।