৪ ঘন্টা বিদ্যুৎহীন পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল। চরম দুর্ভোগের স্বীকার হলেন রোগী ও রোগীর আত্মীয়রা। রবিবার বেলা ৩.৩০ মিনিটে বিদ্যুৎহীন হয়ে পড়ে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল। এর পরে প্রায় ৪ ঘন্টা বিদ্যুৎহীন অবস্থাতেই থাকতে সেখানকার রোগীদের। অথচ তাই নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিলনা হাসপাতাল কর্তৃপক্ষের। মোমবাতি জ্বেলেই সেখানে চলেছে স্বাস্থ্য পরিষেবা। পরে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ জানান, জেলা হাসপাতাল চত্বরে মেডিক্যাল কলেজের কাজ হওয়ার সময় বিদ্যুতের তার কেটে যায়। আর সেই কারণেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় রোগী থেকে শুরু করে রোগীর পরিবারের সদস্যদেরও।