সতীপীঠের অন্যতম পীঠ। বাংলা তো বটেই, রাজ্যের বাইরে থেকেও বহু ভক্ত বীরভূমের নলহাটেশ্বরী মন্দিরে বছরভর আসেন। কিন্তু নলহাটিতে রাত্রিবাসের জন্য উপযুক্ত হোটেল বা লজ না থাকাতেই অধিকাংশ ভক্ত বা পর্যটকদের মন্দির দর্শনে এসে সেদিনই ফিরে যেতে হয়। আবার দূর, দূরান্তের অনেকেই ইচ্ছে থাকলেও হোটেল, লজ না থাকার কারণে নলহাটিতে আসতে চান না। এই সমস্যার জন্যই কালী পুজোর দিনও নলহাটেশ্বরী মন্দির একেবারেই ফাঁকা। নলহাটির মন্দিরে বছরে দু' বার বিশেষ পুজো হয়। দুর্গা পুজোর সময় চার দিন দুর্গা রূপে পূজিত হন নলাটেশ্বরী মা। আর কালীপুজোয় তাঁকেই কালী রূপে পুজো করা হয়। এ দিন সকালেই মায়ের মঙ্গল আরতি হয়। তার পর শুরু হয় নিত্যপুজো। রাতে একশো আট প্রদীপ জ্বালিয়ে মায়ের বিশেষ আরতি হয়।
জাগ্রত এই মন্দিরে কালীপুজোর দিনও মূলত স্থানীয়রাই ভিড় করেন। বাইরে থেকেও বহু মানুষ আসেন। কিন্তু সংখ্যায় তা নিতান্তই কম। শুধুমাত্র যাঁরা মানসিক রাখেন, তাঁরাই কালীপুজোর রাতে আসেন নলহাটিতে। ভক্তদের সুবিধার্থেই অবিলম্বে নলহাটিতে হোটেল এবং লজ চালু করার দাবি জানিয়েছেন মন্দিরের সেবায়েতরা।