২৯ মার্চ মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৪টে নাগাদ বক্তব্য রাখার কথা ছিল তাঁর। পিছিয়ে গেল ঠাকুরনগরের এই ভর্চুয়াল সভার সময়সূচী। সাড়ে ৪টের বদলে রাত ৯টা নাগাদ বক্তব্য় রাখবেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন শান্তনু ঠাকুর।
২৯ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গলবার মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ভর্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বক্তব্য রাখবেন তিনি। উত্তর ২৪ পরগনার ঠাকুরবাড়িতে মতুয়াদের মাতামাতি শুরু হয়ে গিয়েছে আগেই। মঙ্গলবার সকাল থেকেই সাজো সাজো রব সেখানে। গত ২ বছর করোনার জেরে বন্ধ ছিল অনুষ্ঠান, দুবছর পর ফের এই অনুষ্ঠানে মাতবে সেখানকার মানুষ তাই মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মতুয়াদের এই বিশেষ দিনে দিল্লি থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ বক্তব্য রাখার কথা ছিল মোদীর। তবে পরে পিছিয়ে গেল ঠাকুরনগরের এই ভর্চুয়াল সভার সময়সূচী। সাড়ে ৪টের বদলে রাত ৯টা নাগাদ বক্তব্য় রাখবেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন শান্তনু ঠাকুর। তিনি জানান ৪টে খুব শুভ সময় তাই সেই সময়েই বক্তব্য রাখবেন মোদী।