এলাকায় মধুচক্র, জুয়ার আসর, থানায় ঘেরাও নিয়ে অশোকনগরে ধুন্ধুমার, দেখুন ভিডিও

  • উত্তর চব্বিশ পরগণার অশোকনগরের ঘটনা
  • এলাকায় মধুচক্র, জুয়ার আসরের প্রতিবাদে থানা ঘেরাও

এলাকায় রমরমিয়ে চলছিল মধুচক্রের কারবার। সঙ্গে বসানো হচ্ছিল জুয়ার আসরও। অভিযোগ বার বার পুলিশকে জানিয়েও সুরাহা হয়নি। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে শনিবার রাতে ধুন্ধুমার কাণ্ড ঘটল উত্তর চব্বিশ পরগণার অশোকনগরে। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। 

গুমার নেতাজিনগরের বাসিন্দাদের অভিযোগ, জয়ন্তী বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলা- সহ আরও বেশ কয়েকজন জনবহুল এলাকার মধ্যেই মধুচক্রের আসর চালাচ্ছে। অবৈধভাবে মদ বিক্রির পাশাপাশি জুয়ার আসরও বসানো হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। উল্টে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করা বহিরাগতদের গ্রামে ঢুকিয়ে এলাকার বাসিন্দাদের মারধর করা হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে শনিবার রাতে অশোকনগর থানা ঘেরাও করেন এলাকাবাসী। অবরোধ করা হয় থানার সামনের রাস্তা। প্রায় দেড় ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পরে লাঠি হাতে ধাওয়া করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ না করে উল্টে তাঁদেরকেই হেনস্থা করা হচ্ছে। 
 

03:20পাসপোর্ট চক্রে গ্রেফতার লালবাজারের প্রাক্তন পুলিশকর্মী! চাঞ্চল্যকর পরিস্থিতি অশোকনগরে03:14'ওর আগে ক্ষমা চাইতে হবে, তারপর গান' বামেদের অনুষ্ঠানে বাংলাদেশের গায়িকা নিয়ে চরম বার্তা শুভেন্দুর03:25‘তৃণমূল তাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই শেষ হচ্ছে’ মমতাকে সরাসরি তোপ অধীরের03:57অবাক করা কাণ্ড! বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, চাঞ্চল্য এলাকাবাসীদের মধ্যে03:25শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ কুণালের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল02:51'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরম শাসানি বাবুল সুপ্রিয়র07:49'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে চরম সংঘাতের পর প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের05:26শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল02:47North 24 Parganas News Today: ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া মধ্যমগ্রামে04:24ফের অভয়া কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে