এলাকায় রমরমিয়ে চলছিল মধুচক্রের কারবার। সঙ্গে বসানো হচ্ছিল জুয়ার আসরও। অভিযোগ বার বার পুলিশকে জানিয়েও সুরাহা হয়নি। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে শনিবার রাতে ধুন্ধুমার কাণ্ড ঘটল উত্তর চব্বিশ পরগণার অশোকনগরে। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ উঁচিয়ে তেড়ে যায় পুলিশ।
গুমার নেতাজিনগরের বাসিন্দাদের অভিযোগ, জয়ন্তী বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলা- সহ আরও বেশ কয়েকজন জনবহুল এলাকার মধ্যেই মধুচক্রের আসর চালাচ্ছে। অবৈধভাবে মদ বিক্রির পাশাপাশি জুয়ার আসরও বসানো হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। উল্টে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করা বহিরাগতদের গ্রামে ঢুকিয়ে এলাকার বাসিন্দাদের মারধর করা হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে শনিবার রাতে অশোকনগর থানা ঘেরাও করেন এলাকাবাসী। অবরোধ করা হয় থানার সামনের রাস্তা। প্রায় দেড় ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পরে লাঠি হাতে ধাওয়া করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ না করে উল্টে তাঁদেরকেই হেনস্থা করা হচ্ছে।