পুলিশের জালে ধরা পড়ল তিন ডাকাত। পৈলান থেকে গ্রেফতার করা হয় ওই তিন ডাকাতকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না। এছাড়াও ওয়ান সাটার পিস্তল এক রাউন্ড গুলি। এই ডাকাত দলটিকে অনেক দিন ধরেই খুঁজছিল পুলিশ। বিষ্ণুপুর থানার স্পেশাল টিম গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে। পাশাপাশি পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, তাদের তিন জনার বাড়ি বিষ্ণুপুর থানার অন্তর্গত এলাকার খরিবেড়িয়ার পারবর্তীপুরে। দীর্ঘদিন ধরেই এই দলটি এমন ডাকাতি করে আসছিল অবশেষে পুলিশের জালে ধরা পড়ল তারা।