রাজ্যে করোনা সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। কিন্তু সাধারণ মানুষের আর হুঁশ ফিরছে কই! সপ্তাহে মাত্র দু'দিন, তাও লকডাউন মানতে রাজি নন অনেকেই। অকারণে বেরিয়ে পড়ছেন বাড়ির বাইরে, কেউ কেউ তো আবার মাস্কও পরছেন না! শহরের মোড়ে মো়ড়ে মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরা। অবাধ্য জনতাকে বাগে আনতে রাস্তায় কান ধরে উঠবোস করানো হচ্ছে, দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হচ্ছে খোলা আকাশের নিচে। বৃহস্পতিবার সকালে এমনই ছবি ধরা পড়ল বাঁকুড়ায়।