বিজেপি (BJP) ছেড়ে একে একে সবাই তৃণমূলে ফিরছেন। এবার কী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) তৃণমূলে (Trinamool) ফিরবেন, উঠছে প্রশ্ন। এই নিয়েই এবার মন্তব্য করলেন সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra)। 'তৃণমূলে ফিরবেন শুভেন্দু', বললেন সৌমেন। নন্দীগ্রামের (Nandigram) সীতানন্দ কলেজ মাঠে এক সভার আয়োজন হয়। সোমবার ছিল নন্দীগ্রামে এই সভা। সেখানে গিয়েই বক্তব্য রাখেন সৌমেন মহাপাত্র। সেই সময়ই শুভেন্দুকে এমনই কথা বলতে শোনা গেল তাঁকে। তার পাল্টা জবাবও দেন শুভেন্দু অনুগামী প্রলয় পাল। তিনি বলেন, শুভেন্দু 'জলন্ত আগ্নেয়গিরি'। বিজেপির মনবল ভেঙে দেওয়ার জন্যই এমনটা করছে তৃণমূল।
বিজেপি (BJP) ছেড়ে একে একে সবাই তৃণমূলে ফিরছেন। এবার কী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) তৃণমূলে (Trinamool) ফিরবেন, উঠছে প্রশ্ন। এই নিয়েই এবার মন্তব্য করলেন সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra)। 'তৃণমূলে ফিরবেন শুভেন্দু', বললেন সৌমেন। নন্দীগ্রামের (Nandigram) সীতানন্দ কলেজ মাঠে এক সভার আয়োজন হয়। সোমবার ছিল নন্দীগ্রামে এই সভা। সেখানে গিয়েই বক্তব্য রাখেন সৌমেন মহাপাত্র। সেই সময়ই শুভেন্দুকে এমনই কথা বলতে শোনা গেল তাঁকে। তার পাল্টা জবাবও দেন শুভেন্দু অনুগামী প্রলয় পাল। তিনি বলেন, শুভেন্দু 'জলন্ত আগ্নেয়গিরি'। বিজেপির মনবল ভেঙে দেওয়ার জন্যই এমনটা করছে তৃণমূল।