11 ই ফেব্রুয়ারি ডিওয়াইএফআই এর নবান্ন অভিযানে লাঠি চালায় পুলিশ। পুলিশের লাঠির আঘাতে আহত হন মইদুল ইসলাম মিদ্যা। বাঁকুড়ার যুবকর্মী ছিলেন তিনি। কলকাতায় ১০টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে নবান্ন চলো কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়ার কোতুলপুর থেকে এসেছিলেন মইদুল। সোমবার সকালে মৃত্যু হয় তাঁর। এই নিয়েই এখন নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। তীব্র নিন্দা করেছেন সুজন চক্রবর্তীও। এই ঘটনায় বিঁধতে ছাড়েননি তৃণমূলকেও। তারই পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিমও। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।