হলদিয়ার পর এবার হুগলিতে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২২ ফেব্রুয়ারি চুঁচুড়ায় সভা রয়েছে প্রধানমন্ত্রীর। তার ঠিক দু'দিন পরে অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি সেখানেই সভা মুখ্যমন্ত্রীর। এই নিয়েই রাজনৈতিক তরজা এখন চরমে। প্রধানমন্ত্রীকে দেখেই মুখ্যমন্ত্রী সভা করছেন। এমনটাই জানালেন লকেট চট্টোপাধ্যায়। এছাড়াও বললেন, শাসক দল ভয় পেয়েছে। অন্যদিকে পাল্টা জবাব দিল তৃণমূল। সাধারণ মানুষের জন্যই মুখ্যমন্ত্রীর এই সভা। এমনটাই জানালেন দিলীপ যাদব।