২৪ ডিসেম্বর ভোরে সেজে উঠল শান্তিনিকেতন। ছাতিম তলায় ব্রহ্ম উপাসনার মধ্যে দিয়েই শুরু ২০১৯-এর পৌষমেলা। মেলা প্রাঙ্গণে তখন গুছিয়ে বসেনি প্রতিটি স্টল। শীতের ভোরে কুয়াশা মেঘে একই সুরে বেজে উঠল রবীন্দ্র সঙ্গীতের ধ্বনী। সকলেই মেতে উঠলেন এই উৎসবের মরশুমে। বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটক কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভিড়েই এদিন ভরে উঠল মেলা প্রাঙ্গণ। সাবেকি পোশাকেই এদিন অধিকাংশ ধরা দিলেন এই মেলায়। মেলা চলবে চারদিন। এই মেলাকে কেন্দ্র করেই কড়া নিরাপত্তায় মোড়া হল এলাকা। দ্রনের মাধ্যমেও নজর রাখা হচ্ছে মেলা চত্বরে।