টানা লকডাউনের জেরে এবার সুন্দরবনে বেশ কিছুদিন আগে থেকেই পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছিল। কিছু দিন আগে দুর্গাপুজো শেষ হতেই সেখানে ঠান্ডা পরে যাওয়ায় সেখানে আরও পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। ইতিমধ্যেই সেখানকার বাসন্তী ব্লকের চুনাখালি ও বগুলাখালি এলাকায় নদীর পাড়ে ম্যানগ্রোভের জঙ্গলে আশ্রয় নিয়েছে এই সমস্ত পাখিরা। পাখিরা এলাকায় আসার সঙ্গে সাঙ্গেই চোরা শিকারিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে সেখানে। রাতের অন্ধকারে তারা পাখি শিকার করছে বলে অভিযোগ স্থানীয়দের। আর এই চোরা শিকারিদের হাত থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে উদ্যোগ নিয়েছে স্থানীয় চুনাখালি গ্রাম পঞ্চায়েত।ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ১০০ দিনের কাজের প্রকল্পে প্রতিদিন দুজন করে পাহারাদারের ব্যবস্থা করা হয়েছে এই পাখিদের রক্ষা করার জন্য। সকালে দুজন ও রাতে দুজন করে এই পাখিদের পাহারা দিচ্ছেন। পাছে চোরা শিকারিরা পাখিদের কোন ক্ষতি যাতে করতে না পারে সেই কারনেই এই ব্যবস্থা করা হয়েছে।