১০৮ টি পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। শুক্রবার বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। প্রার্থী তালিকা ঘোষণার পরেই বেশ কিছু জায়গায় শুরু হয় বিক্ষোভ। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। বারাসাতের ১৫ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকায় চলে বিক্ষোভ।
শুক্রবার বিকেলে রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচনের ওয়ার্ড ভিত্তিক তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। তালিকা প্রকাশের পর রাজ্যের কয়েকটি জায়গায় প্রার্থী বদল নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শুক্রবার সন্ধ্যার পর বারাসাত ১৫ নম্বর ওয়ার্ডের বিজয় নগর এলাকায় তৃণমূল প্রার্থী বদল এর দাবিতে বিক্ষোভ শুরু করে ওই ওয়ার্ডের তৃণমূলের কর্মীরা। প্রাক্তন কাউন্সিলর ছিলেন শুক্লা ঘোষ। এবার পৌর নির্বাচনে বারাসাত ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী হয়েছে সমীর কুন্ডু। পার্থী সমীর কুন্ডু বহিরাগত, এই প্রার্থীকে মেনে নেবেন না তারা। তাদের দাবি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দলের হয়ে তারা কাজ করেন। দলের উচ্চ নেতৃত্ব কেন ওয়ার্ডের যোগ্যতম প্রার্থীকে বদল করে একজন বহিরাগতকে প্রার্থী করল। অবিলম্বে প্রার্থী বদল-এর দাবি জানায় ওয়ার্ডের তৃনমূলের কর্মী-সমর্থকরা। সেই দাবি জানিয়েই চলতে থাকে বিক্ষোভ।