পুস্পা সিনেমার মত সে মোটর সাইকেলে দুধের ড্রামে মদের কৌটা রেখে বিহারের দিকে যাচ্ছিল, অবশেষে শ্রীঘরে যুবক
মাদক পাচারের এক নয়া কৌশল অবলম্বন করেছিল বিহারের কাটিহারের এক যুবক | পুস্পা সিনেমার দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়েছিল কাটিহারের আলাঙ্গী নগরের লালিয়ানী যাদব | পুস্পা সিনেমার মত সে মোটর সাইকেলে দুধের ড্রামে মদের কৌটা রেখে বিহারের দিকে যাচ্ছিল | করনদিঘি থানার পুলিশের কাছে এই ঘটনার বিষয়ে আগেই সংকেত ছিল | পুলিশ জানিয়েছে, ওই পথে বেআইনিভাবে দুধের ড্রামে দামী মদ পাচারের খবর আগেই পেয়েছিল সুত্র মারফত | সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাইককে তল্লাসি করে এবং অভিযুক্ত লালিয়ানী যাদবকে গ্রেফতার করে পুলিশ | যুবককে ইসলাম জেলা আদালতে পাঠায় করণদিঘি থানার পুলিশ